নীল যদি হয় আভিজাত্যের প্রতীক ,
তবে পরের জনম বলে যদি কিছু থাকে,
সেই জনমে আমি আকাশ হব, সুনীল আকাশ।
ধবধবে নীলে ছড়াব নীলাভ ছায়া ।
তবু, মানুষ হব না, আর মানুষ হতে চাই না।
নীল যে মানুষ কে বড্ড অমানুষ করে দেয়।
আভিজাত্যের নীল ছোবলে তারা ক্ষত বিক্ষত করে অন্যের ভিতর বাহির ,
শরীরের নীল রক্ত ভুলিয়ে দেয় তাহাদের শিকড় ।


নীল রক্তের মানুষ হতে আমি চাই না ।
তার চেয়ে বরং , সাগর হব ..... নীল সাগর ।
যার নীল ঢেউ উপচে এসে গড়িয়ে পড়বে তোমাদের পায়ে , হুম পায়ে ।
তাতে আমার আভিজাত্যের নীল বেলুন ফুটো হবে না।
ফানুসের মত ফুরুত করে বেরিয়ে আসবে না আভিজাত্যের নীল হাওয়া।


তবু, আমি আর মানুষ হব না, নীল রক্তের মানুষ ।
সব থেকে ভাল! যদি আমি হই নীল পদ্ম,
আমার সৌন্দর্যে বিমোহিত হবে
তোমাদের আভিজাত্যের দেওয়াল তোলা সরোবর।
আমার সৌন্দর্যের কাছে হার মানবে তোমাদের
মিথ্যের চাদরে ঢাকা তথাকতিত আভিজাত্য ।


মন্দ হবে না!
যদি হই  মনের আনন্দে পেখম মেলে নেচে বেড়ানো বনের ময়ুর ,
ছড়ানো  নীল পাখায় ভর করবে প্রকৃতির সব সৌন্দর্য ।
তবু, আমি আর মানুষ হব না, নীল রক্তের মানুষ ।