কল্পনায় ভেবেছি তোমায়
স্বপ্ন দেখেছি তোমায় নিয়ে,
মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছি তোমায়
মনের আলপনা দিয়ে ।


কল্পনায় কল্প তরুর ছায়া তলে বসে
দেখব দু'জনা শুধু দু'জনা কে
অপলক দৃষ্টির অনিমেষ আঁখি
হবে দিশেহারা ,
মনের গহীনে প্রস্ফুটিত  প্রেম
পলকে বয়ে দিবে প্রেমের শ্রাবণধারা।


পাশাপাশি বসে হাতে হাত রেখে
অজান্তে কাটবে প্রহর,
নীরবে নিভৃতে আসবে ভালোবাসা
সাজিয়ে প্রেমের বহর ।
দূর সীমানায় তুমি যত দূরে যাও
দৃষ্টির আড়াল যত হতে চাও ,
মনের অন্তরালে তবু রাখবো তোমায়
..... এই আমার প্রত্যয় ।


স্বপ্নের রাজ্যে কল্পনার মাঝে
রাখব তোমায় প্রিয় এই বাহুডোরে,
দেব না তোমায় , দেব না প্রিয়ে,
দেব না যেতে দূরে ।


বিষাদের মাঝে প্রেমাকুল হৃদয়
যদি হয় গো ভারাক্রান্ত ,
ছোট ছোট ভুলে যদি ভেঙে যায় মন
তবু প্রেমের স্মৃতি রোমন্থনে
আমি হব না, হব না শ্রান্ত ।


জীবনের পথে যদি কখন ও একা
পথিকের  বেশ ধরে যেতে হয় দূরে,
তখন ও প্রিয়ে ভাববো আমি
তুমি রয়েছ, রয়েছ মোর অন্তরে ।


স্বপ্ন আমার রাঙাবো প্রিয়া
তোমার স্বপ্নের মাঝে,
ভালোবাসার রঙে রাঙাবো ভুবন
সকাল, দুপুর, সাঁঝে ।


কল্পনার মাঝে স্বপ্ন দেখে
দিন যে হল সারা,
তবু কল্পনার সেই অপ্সরী
আমায় দিল না ধরা ।  
ভাবনার সেই মানুষটির সনে
দেখা হয় যদি কোন নির্জনে
কানে কানে আমি সুধাব তারে
তুমি কি আমায় চিন?


তোমার আশায় পথ চেয়ে মোর
কেটেছে  আমার কত না প্রহর ,
আজিকে তোমার পেয়েছি  দেখা
হতে চাই না কভু একা ,
তোমায় নিয়ে বাঁধব আমি
বাঁধবো স্বপ্ন কুটির ,
ভালোবাসা সেথা রবে সারাক্ষন
নাম দেব তার ভালবাসার নীড় ।


কথা দাও প্রিয়া , কথা দাও তুমি
আমায় ছেড়ে যাবে নাকো তুমি
চির জনমের হবে গো সাথী
করবে না মোরে পর ,
তোমায় নিয়ে কাটিয়ে দেব
সারাটা জনম  ভর ।