যদিও আমাদের কর্ণ আছে
বিবেক তবে বন্ধ,
দেখার জন্য চোখ থাকিলেও
আসলে আমরা অন্ধ।


পচন ধরেছে কর্ণে আমাদের
শুনি, তবে  কিছু বুঝি না ,
স্বচ্ছ, যতই হোক আলোর মতো
ভাল মন্দ তার কিছু খুঁজি না।


প্রতিনিয়ত ঘটছে যত
চোখের সামনে অনর্থক,
কান কে বলি শোনে যা
চোখ কে বলি তুই শুধুই  দর্শক ।


খেতে খেতে মার চামড়া আমাদের
হয়েছে দেখ গন্ডারের,
লালসার আগুনে পুড়ে পুড়ে জিভ
হয়েছে দেখো কুকুরের।


লালা ঝরে ঝরে লম্বা হবে জিভ
তবুও , লোভ আমাদের কমে না,
নাসিকার ছিদ্র বন্ধ তাই
চেতনা আমাদের আর জাগে না ।


পঞ্চ ইন্দ্রিয়ের পচন ধরলে
বেঁচে থাকা হবে দায়,
সত্য দর্শন , সত্য শ্রবণ ,
সত্য গ্রহণ, সত্য অনুভবে,
সত্য প্রকাশ যেন আমাদের বাঁচায় .