সাম্রাজ্যবাদীদের আগ্রাসন থেকে মুক্ত হোক প্রতিটি সমাজ, প্রতিটি লোকালয়, প্রতিটি জনপদ।
ছাপ হয়ে যাক যত আগাছা, দিগন্তে মিলিয়ে যাক যত আপদ।
প্রকৃতি হোক অবারিত সবুজের সমাহার।
বোমার কালো ধোঁয়া থেকে মুক্ত থাকুক মাথার উপরের দিগন্ত বিস্তৃত স্বচ্ছ নীল আকাশ।
নিঃশ্বাস হোক বোমার স্প্রিন্ট মুক্ত!!


যে শিশু সদ্য ভূমিষ্ট হলো এই ধরাধামে!
সে যেন পায় পবিত্র ভূমি।
বারুদের গন্ধ যেন রুদ্ধ না করে দেয় তার শ্বাস প্রশ্বাস।
আসো একসাথে এগিয়ে যায়, করি পরিবর্তন।
প্রতিজ্ঞা করি আমি তুমি, আমরা।।


প্রাণের ভয়ে, রিফিউজি হয়ে
কাউকে যেন ছাড়তে না হয় তার প্রিয় স্বদেশ, প্রিয় মাতৃভূমি।
কাটা তার ডিংগাতে গিয়ে,
যেন প্রাণ না হারায় কোন স্বপ্নবাজ তরুণ,  তরুণী।


আসো শত সহস্র মুষ্টিবদ্ধ হাত এক হাতে মিলুক,
শত সহস্র মশাল একসাথে জ্বলুক,
আলোকিত হোক সকল অন্ধকার।