প্রতিদিনের ঘাত প্রতিঘাতে বেঁচে থাকি।
বুকের মাঝে কষ্ট চেপে,
মুখের কোনে হাসি রাখি।
প্রতিমুহূর্তে চাওয়ার সাথে পাওয়ার সাংঘর্ষিকতায় কপালে ভাজ পরে,
স্বপ্নরা প্রতিদিন মরে।


আমি হাঁটতে গিয়ে দৌঁড়ায়,
আমার শ্বাস প্রশ্বাসে জীবন বায়ু ,
তার স্বাভাবিক গতি হারায়।
আমি কপাল চাপড়ায়।।
আমি অপারগতায় নিজেকে গাল মন্দ করি,
পরাজয়ের গ্লানি আমায় প্রতিনিয়ত তাড়ায়।
নিজের কাছে নিজে, প্রতিদিন মরি।


আমি এই জন্মের কোন অর্থ খুঁজে পাই না,
কর্মের ফলাফল শুন্য,
আমি পিতার কাছে অপদার্থ,
মাতার কাছে কুসন্তান,
স্ত্রীর কাছে অযোগ্য স্বামী,
সন্তানের কাছে নিকৃষ্টতম জনক,
আমার সব ইচ্ছারা যোজন যোজন দূরে, থাকে অপূর্ণ।


আমি প্রতিদিন খসে পড়ি
তবে নক্ষত্র বা উল্কাপিন্ড হয়ে নয়,
শুকনো পাতার ন্যায়,
তারপর আমি জ্বলি উনুনে।
নিয়ম করে প্রাত্যহিক প্রয়োজনে।