চলোনা প্রিয়া হারাই সেথায়
যেখানে নীল সবুজের অপার মিলন,
যেখানে আকাশের গায়ে হেলান দিয়ে
দাঁড়িয়ে আছে আবছা আলোর ঐ হিমালয় ।


চলোনা হাঁটি মেঠো পথ ধরে
দুই পাশে যাহার সবুজ ফসল,
পায়ে পায়ে  মোরা ঘুরে বেড়াবো
ছোট বড় গ্রাম সকল ।


তোমার পরনে থাকবে লাল আঁচলের সাদা শাড়ি
পায়ে থাকবে আলতা ,
এলোকেশ তোমার উড়বে বাতাসে
আর আমি সেই সৌন্দর্যের সাথে মিলাবো
আমার মনের প্রতিমা কে।


যাবে কি প্রিয়া? আমার সাথে !!
দেখবে দুচোখ ভোরে অপার সৌন্দর্যের মেলা,
বিধাতা সেখানে দিয়েছে দুইহাত ভরে
সব সৃষ্টি সেথা করছে খেলা ।


চলনা মোরা হারিয়ে যায়
এই ইট পাথরের শহর ছেড়ে
দূরে অনেক দূরে !
যেখানে সাগরের নীল জল
খেলা করে বালুময় বেলাভূমিতে ,
প্রতিটি ঢেউয়ে আসা জল আঁচড়ে পড়বে তোমার আলতা রাঙা পায়ে ,
এই অমানবীয় সৌন্দর্য
আমি চেয়ে থাকবো অপলক দৃষ্টিতে।