আঁকা বাঁকা উঁচু নিচু দুর্গম পাহাড়ি পথের ন্যায়
দুর্গম তোমার মনের ও পথ ,
সেই পথ ধরে তোমার মনের কাছে পৌঁছাতে চেয়ে
পড়েছি আমি হাজার ফুট নিচে মৃত্যু কূপে গিয়ে ।


প্রকৃতির অনাবিল সৌন্দর্য  শুধু দেখেছি আমি ,
দেখিনি তার মৃত্যুর হাতছানি,
ভালোবাসার ভালো রূপ শুধু দেখছি তোমার ।
দেখতে চাইনি আমি, বুঝতে পারিনি আমি ,
ছলনাময়ী !! প্রতারণার তরে হাজার রূপ ধরে ,
মনে পুষে হাজার ছলা কলা,
গলা টিপে তুমি খুন করতে পার
আমার মনের ভাষা ,
অব্যক্ত অনেক কথা তাই আজও হয়নি বলা ।


সমুদ্র সৈকতের বালুচরে ,
উপচে পড়া ঢেউয়ের অপরূপ সৌন্দর্য আমি দেখেছি ,
দেখিনি তার চোরাবালির  মৃত্যুফাঁদ ,
তোমার ভালোবাসার অকৃত্রিম রূপ দেখেছি  আমি
দেখিনি তার বিষাক্ত বিষ দাঁত ।


পাহাড়ের বুক ছিঁড়ে গড়িয়ে পড়া
ঝর্ণার মায়াবী আর্তনাদ আমি শুনেছি ,
মুগ্ধ নয়নে দেখেছি তার সৌন্দর্য ,
দেখিনি তার পাদদেশে
স্বচ্ছ পানির নিচে মৃত্যু উপত্যকা ,


মায়াবী তোমার ভালোবাসার চোখ দুটোতে
মায়াবী কান্না শুধু দেখেছি,
কেবল দেখতে পাইনি মায়াময়ী !!
তোমার চোখের জলে আমার ভালোবাসার মৃত্যুর রূপ রেখা ।