দিগন্ত বিস্তৃত আকাশ ভরা তারা
যখন দেয় গো তোমায়  আলো,
আমি তখন ডুবছি হেথায়
আমার ভূবন ভরা কালো।


মাতাল হাওয়া উড়ায় যখন
তোমার দীঘল কালো কেশ,
আমি তখন সেই হাওয়াতেই
হই যে নিরুদ্দেশ।


যে জ্যোৎস্নাস্নাত রজনী
তোমায় দেয় সুখের আবেশ,
আমি তখন শূন্যে তাকায়
আমার স্বপ্নের হয় শেষ।


রিমঝিম বৃষ্টিতে
তুমি যখন জল কেলিতে মত্ত,
আমি তখন সেই জলেতে
আমার দুঃখ লুকাতে ব্যস্ত।


যে পাহাড়ের চূড়ায় চড়ে
তুমি আকাশ ছুঁতে চাও,
সেই পাহাড়ের অসীম তলে
কেন আমার  সুখগুলো সব হয় গো উধাও?


কোন সেই কারণ,আমার ছুঁতে বারণ?
সাদা মেঘের পালকি,
কেন আমায় বিজলি মেয়ে
দেখায় আলোর ভেলকি?


রংধনুর সাত টি রঙে
তুমি সাজাও তোমার রঙের ভূবন,
আমার কেন বিবর্ণ আর
রং হারা এক জীবন?


যে ফাগুনের হাওয়ায় দোলে
তোমার উদাস মন,
সেই ফাগুনের আগুন কেন
পুড়ায় এই জীবন?


কেন এমন দ্বৈতনীতি
প্রকৃতির আজব খেলা,
আলো আঁধার  নিয়ে আমার
কাটছে সারা বেলা।