শুধু তুমি আছ বলে
ধরণীতে আজো যেন  ফুলফুটে ,
সেই মৌ মাখা ফুল গুলো
জড়িয়ে আছে তোমার ঠোঁটে ।


শুধু তুমি আছ বলে
আজও যেন আকাশে পূর্ণিমার চাঁদ হাসে,
তুমি আছ তাই
আজও বাতাসে মিষ্টি সৌরভ ভাসে ।


শুধু তুমি আছ বলে
ঐ দূর পাহাড়ে ঝর্ণা ঝড়ে,
আর তোমার ভালবাসায়
আমার হৃদয় আঙিনা উঠে যে ভরে।


শুধু তুমি আছ বলে
এখন ও আকাশে লাখ তারার মেলা,
আর ইচ্ছে করে তোমায় নিয়ে
প্রেম সাগরে ভাসায় প্রেমের ভেলা।


শুধু তুমি আছ বলে
আজও যেন শ্রাবন ধারা বয়
তোমার ভালবাসায় মন টা আমার
শুধু যে উতলা হয়।


তুমি আছ বলেই
ফাগুনের আগুন লাগা কৃষ্ণচূড়ার ঢাল ,
রঙ্গে রঙ্গে রঙ্গিন বধন
মন হল মাতাল।