স্বপ্ন আমার মেলছে ডানা
হয়ে রঙিন প্রজাপতি,
রং বেরঙের স্বপ্নের পাখা
মেলছে অদ্যাবদি ।


স্বপ্নগুলো আকাশ পানে
যাচ্ছে ছুটে আনমনে ,
পিছনে তার ব্যর্থতারা দিচ্ছে শুধু উঁকি ।
ব্যর্থতাদের ধাওয়া খেয়ে,
স্বপ্নের পাখা ছড়িয়ে দিয়ে,
উড়াল দিল মন বাসনা যখন উর্দ্ধগামী!
সূর্যিমামা হেসে বলে, এইতো আমি এইখানে ,
আসনা মোর কাছে তে ভাই ,
ভালোবাসার উষ্ণতায় আজ সাদর সম্ভাষণ জানাই।


স্বপ্নপাখি ভেবে বলে , জীবনে তো যা চেয়েছি
মনে হয় তার পাইনি সবই ,
জীবন খানি তাই সপেঁ দি ,এমন ভালোবাসার মাঝে ।
যায় যদি যাক সবটুকু মোর
স্বপ্ন তবু হোক না পূরণ !
সায়াহ্নেতে এমনি করে, পরে রয়ে কি আর হবে?
ভালোবাসার সবটুকু আজ লুটে নিব যেভাবে হোক ,
জীবন মরণ তাই বুঝি না, এমন জীবন সাঁঝে ।


স্বপ্ন পূরণ করতে গিয়ে বঞ্চনারি শিকার হয়ে
সময়ের কালক্ষেপনে জীবন যৌবন সব হারিয়ে ,
যন্ত্রনা তাই সঙ্গী হল ।
ঈর্ষা , হিংসার দাবানলে
স্বার্থ , মোহ সমান তালে বাড়ায় শুধু ত্রাস ,
কাম, ক্রোধ আর লালসা যে করছে শুধু গ্রাস ।
তাই , মন পাখি তার সব হারিয়ে
স্বপ্নটাকে মৃত্যুফাঁদে দেবে আজ বলি
সূর্যিমামা বেজায় খুশি ,
.....বলে , চল আজ থেকে মোরা একসাথে চলি ।