তম তুমি যতই চাও
রুদ্ধ করিতে মোর পথ,
তবু সংকটাপন্ন নিশির বন্ধ কপট
খুলিব আমি এনে রাঙা রবির দীপ্ত প্রভা ।
কিংবা বহ্নিশিখার প্রতিটি আলোকছটায়
আমি উদ্ভাসিত করবো
তোমার একান্ত স্বরূপ ।


নিশি জাগা পাখি মোরা
আমাদের কি ভয় দেখাবে ?
আমাদের পদ চিহ্ন মেখে
রাত্রি যে ভোর হবে।


ভীত সন্ত্রস্ত পথিক নয় গো মোরা
ভেলকিতে যাব পালিয়ে,
বিপদ এলে সামনে দাঁড়াব
বুকটা কে দিব এলিয়ে।