শীতের সকালে শিশির ভেজা ফুলের উপর
যেমন করে রাঙ্গা রবির কিরণ চিকচিক করে,
তেমনি তোমার ঐ মিষ্টি চাঁদ বদনে,
কি যেন নিষ্পাপ হাসি খেলা করে ।
নিষ্কুলষিত সেই হাসি কখন যে কেড়ে নিয়েছিল
আমার ভুত ভবিষ্যৎ,
স্বপ্নঘোরে আজো ভাবতে পারিনা ।


কি অপূর্ব মিলবন্ধন তোমার আর আমার।
তবুও কি যেন অদৃশ্য বাঁধা ,
কাছে আসতে দেই না তোমাতে আমাকে।
কি কঠিন তোমার স্বভাব,
ভালোলাগার সবটুকু দিয়ে কখনো কাছে টান,
আবার বাস্তবতার দোহায় দিয়ে দূরেও ঠেলে দাও।


তুমি কি পারো না!
ক্ষনিকের তরে হলেও তোমার ভালোবাসার ভুবনে
আমাকে স্বাগত জানাতে?
যে ভালোবাসার রাজ্যে থাকবে না অদৃশ্য শত্রুতা।
থাকবে না কোন নিষ্ঠূর পরাবাস্তবতার অজুহাত।
থাকবে শুধু অকৃত্রিম ভালোবাসা, ভালোলাগা.
থাকবে শুধু এগিয়ে চলার এক গুচ্ছ স্বপ্ন ।

চিরন্তন নিধারুণ সব রসিকতা সুলভ চিন্তাভাবনা,
কেন আজও আমাদের ভালোবাসার চাওয়া পাওয়া কে
অঙ্কুরে নিষ্পেষিত করার ইন্ধন যোগায় ?
সত্যিই আমি বুঝি না !
বুঝতে চাইও না ।


শুধু এইটুকু বুঝি, এই টুকু বুঝাতে চাই,
কোন ভালোবাসার স্নিগ্ধ কোমল সতেজ কলি,
ফুল হয়ে ফুটে, সৌরভ ছড়ানোর আগে
যেন ঝরে না যায় ।।