আচ্ছা!! যদি কখনো তোমায় দেখি ,
চেনা পথের ধারে ,
যদি দূর থেকে তোমায় ডাকি ,
চেনা নাম ধরে ।
তবে কি চিনবে তোমার সেই পরিচিত কণ্ঠ ?
খুঁজবে কি হয়ে উদ্ভ্রান্ত ?
নাকি, চিনতে পেরেও
চাপা কষ্ট আর অভিমান বুকে চেপে
হবে বিভ্রান্ত ?


তারপর, দ্বিধানিত মন নিয়ে ,
তোমার প্রস্থান ভীরু পায়ে ,
ধীরে ধীরে তুমি দৃষ্টির অগোচর হবে
আর আমি রইব শূন্যে তাকিয়ে  ।


চেনা মুখখানি বুঝি ,
লাগবে তোমার বড্ড অচেনা ?
একটিবারের জন্যেও তুমি পিছন ফিরে তাকাবে না ,
কত কঠিন তোমার মন,
খুব কঠিন বুঝি তোমার পণ?


কত জন যাবে চারিপাশ দিয়ে,
কতনা লোক তাকাবে আমার পানে,
শুধু ...... শুধু  তুমি ফিরেও দেখবে না ,
মন কি তোমার কাঁদবে ? সে তোমার মন জানে ।