কষ্টের সময়গুলো হয়না কেন যে শেষ ?
কবে কখন ছিলাম ভালো ভুলে আছি বেশ,
এখন আর ভালো থাকার হয়না যে ইচ্ছে
জীবনের স্বপ্নগুলো কেউ কেড়ে নিচ্ছে,
চোখের সামনের পথগুলো অন্ধকারে ঢাকা
তাই আমি চলতে চলতে ক্লান্ত খুব একা,
তিমির রাত্রি শেষে সূর্য যেদিন হাসবে
আমার পাশে চাঁদ হয়ে তখন কি কেউ আসবে ?
এই ভাবনাগুলো আমায় কেবল অশান্ত করে তুলে
কিছু কাল্পনিক কষ্ট সুখ খুজে ভুলে,
তবুওতো হয়না শেষ প্রতিক্ষার পালা
শূন্য এই হৃদয়ে তাই অগনিত জ্বালা ।