তারকার মতই উজ্জ্বল
অদৃশ্য আমি
----------

গগনের মত ছিলো বিশাল মম মন ,
চাঁদের ন্যায় ছিলো আমার ভালবাসা ;
তারকার মতই উজ্জ্বল ।
যা তোমাকে বোঝাতে চেয়েছিলাম ,
মম হৃদয়ের গভীরতর প্রেমের কথা ।

আমি কতটা ভালবেসেছিলাম তোমায় ,
কিন্তু মুখ ফুটে আখ্যান হয়নি তোমায় ।
আমার মন প্রাণ উজাড় করে ছিলে শুধুই তুমি!
অন্তরের আবেগ দিয়ে আমি বোঝাতে চেয়েছিলাম তোমায়,
কতটা ভালোবাসি আমি তোমায় ।
তুমি যদি একটু বুঝতে আমায় ,
একটু অনুভব করতে আমায়
তাহলে তুমি প্রকৃতির প্রতিটি
অপরূপ দৃশ্যের মাঝেই খুঁজে পেতে আমার ভালবাসা ।
তুমি পাখির গুন গুন শব্দের মাঝে,
শুনতে পেতে আমার ভালবাসার ডাক !
তখন তুমি বুঝতে আমি কত ভালবাসি তোমাকে ।
পরন্তু আমি বাস্তবে বলতে পারিনি তোমায় ,
মম ভালবাসার কথা ,
তাই কবিতার মাঝেই আমার অমর ভালবাসা কে
আমি প্রকাশ করতে ছি তোমার তরে।