বিষণ্ণতা-১
অদৃশ্য আমি
======


বিষণ্ণতা কে প্রতিনিয়ত হাসির আড়ালে লুকিয়ে রাখি আমি !
যখন একা থাকি নিজের সাথে নিজেই আমি হাসি ,
কখনো কষ্টের তীব্রতা বাড়লে ,
বুকের ভিতরে চিন-চিন ব্যথা অনুভব করি ;
বিষণ্ণতা কে প্রতিনিয়ত হাসির আড়ালে লুকিয়ে রাখি আমি !


বিষণ্ণতা যে এক মহা বড় অসুখ ,
কাউকে বুঝাইতে নাহি পাড়ি ,
মূর্খতার ভিড়ে আজ আমার অস্তিত্ব কে হারাই !