মিথ্যে রঙের সাঁজ
অদৃশ্য আমি
======


কোন সাজে আজ সাজছি আমরা ,
যা প্রয়োজনের চেয়ে অনেক বেশি !
এক দিন ত মাটিতে ই যাবো মিশে ,
সেদিন মুখে থাকবে ত হাসি ?
সাজাতে চাই নিজেকে আমি প্রিয় নবীজির সুন্নতের সুরতে ।
কবিতার লিখ নিতে জানাতে চাই সকলে রে ,
তোমরাও সাজাও নিজেরে ইসলামী সুরতে ।
আসবে শান্তি জীবনে , থাকবে না ভ্রান্তি !
কোন সাজে আজ সাজছি আমরা ,
যা প্রয়োজনের চেয়ে অনেক বেশি !


কোন সাজে আজ সাজছি আমরা ,
যা প্রয়োজনের চেয়ে অনেক বেশি !
যা মিথ্যে রঙের সাঁজ ,
সাজতে সাজতে আজ বেস্ত মোরা ,
মোরা আমলে নেই কোন কাজ ।
কোন সাজে আজ সাজছি আমরা ,
এ ত এক মিথ্যে রঙের সাঁজ ,
এই সাজের তরে ই আজ হারিয়েছি আমাদের লাজ ।