বালিকা ২
অদৃশ্য আমি
======

বালিকা মম অভিমান তোমার তরে ,
                   তুমি এই হৃদয়ের কষ্ট বুঝবে বলে ,
বালিকা আমি , তুমি হতে দূরে থাকি !
                   তুমি আমায় অনুভব করবে বলে ।
বালিকা আমি অল্পতে ই রেগে যাই ,
                   তুমি এই পাগল প্রেমিকের রাগ ভাঙাবে বলে ।
বালিকা তাই বলে ভুলে যাবে আমায় ,
                   এটা কখনো ভাবিনি.
                   বালিকা আসলে তুমি অনেক স্বার্থপর ।
লেখা: ২৯-৭-২০১৬