কিছু ভেবে পাচ্ছি না
অদৃশ্য আমি
======

কি যে করি কিছু ভেবে পাচ্ছি না ,
বুঝতে ছিনা জীবনের মানে টা কি আজ !
সতত মম চেষ্টা এই ধরণীতে ,
ব্যর্থতা কাটিয়ে জীবনে সফল হওয়ার ।
কোথায় যে আমি যাই ,
কোথায় গেলে আমি পাবো সফলতা ?
জায়গা খুঁজে পাই না ,
কি যে করি কিছু ভেবে পাচ্ছি না ,
কোথায় যে আছি আমি ঠিকানা কি জানি-না ।
এ আমার কি হল কিছুই বুজতে পারছি না