নন্দিনী তুমি বুঝলে না
অদৃশ্য আমি
======

নন্দিনী তোমার তরে রয়েছে মম , যথেষ্ট সম্মান ।
নন্দিনী মম ভালোবাসার কোন ঘাটতি ছিলো না !
অনেক বেশি ভালোবাসি নন্দিনী তোমায় ,
আজও যখন তোমায় দেখি তখন মম চোখের কোনে-
এক ফোটা পানি এসে জমা হয় ।
জানি নন্দিনী তুমি সেই চোখের পানি কখনো দেখবে না ,
তুমি তো শুধু মম মুখের হাসি টুকু দেখেই মুগ্ধ তায় মুখ লুকাও !
আরে নন্দিনী পাগলিটা আমার ,
নন্দিনী ঐ হাসিটা তো শুধু তোমাকে দেখানোর জন্য আমি ভালো আছি ।
কিন্তু আমার নীরবতা বোঝার ক্ষমতা কি তোমার হয়েছে ?
যখন তুমি অন্য দুয়ার হতে আমি পানে তাকিয়ে থাকো ,
আমার একাকীত্ব দেখে কি তুমি নন্দিনী বুঝো না !
কতটা একা আমি তোমায় ছাড়া....
কতটা ভালোবাসি তোমায় ,
যার তরে এই আমি তোমাকে কারোর সাথে সহ্য করতে পারি না ,
নন্দিনী এটা কি তুমি বুঝো না ।
নন্দিনী অনেক বেশি ভালোবাসি তোকে , অনেক বেশি ।
তাই হয়তো আজও তোমায় ভুলার সাধ্য হয়নি আমার ।
হয়তো কোন দিন হবে ও না"...