কেউ বুঝবে না তোমাকে
অদৃশ্য আমি
======
নিজেকে যতই -
উজাড় করে মেলে দেবে ,
কেউ বুঝবে না তোমাকে !
যথা সম্ভব এ ধরা/পৃথিবী তোমাকে কষ্টই দিবে ।
কত দেখেছি ছোট এ জীবনে ,
যাদের স্বীয় ভেবে কাছে টানি -
তারা সবে , তাদের ভাবে পরিপূর্ণ ;
ভাবে তারা আমায় অতি নগণ্য ।
মন যাদের দিয়েছি সম্মান ,
অবশেষে তারাই করে আমায় অসম্মান ।
নিজেকে যতই -
উজাড় করে মেলে দেবে ,
কেউ বুঝবে না তোমাকে !