পরকীয়া ১
অদৃশ্য আমি
======

দুজন দুজনকে ভাসলে ভালো তা প্রেম হয় !
প্রেমের হবে জয় , এ প্রেম নিষিদ্ধ নয় ;
কারো তরে প্রেম শুদ্ধ হয় ,
কেউ তথা প্রেমকে অশুদ্ধ কয় !
বিয়ের আগে দিলে মন , প্রেম সকলে কয় !
বিয়ের পরে অন্যথায় মন দিলে তা পরকীয়া হয় ।
পরকীয়া মানে এক লুকোচুরি খেলা ,
পরকীয়া হলো একটি ভুল জ্ঞানী মানুষ কয় ,
পরকীয়া করে যারা তাদের হয় ক্ষয় ।
পরকীয়া মানে নিষিদ্ধ এক সর্ম্পক ,
পরকীয়া হচ্ছে নিষিদ্ধ স্পর্শ,যা নিষিদ্ধ যৌনতা ।
পরকীয়া এক ব্যাধি , যা সে কালেও ছিল, আজও আছে ,
কবে যে এই পরকীয়া র অবসান হয় ।
সংসার ছেড়ে , সংসার ভেঙে ,
ছুটে চলে বৌ ছেড়ে , স্বামী ছেড়ে অন্যের পানে ।
সে কি নিষিদ্ধ প্রেম পরকীয়া নয় ?
স্বার্থান্ধ তুমি মিথ্যে প্রেমের লোভে ,
অন্যের সংসার ভেঙে করতে চাও ভোগ ,
তুমি হতে চাও ভোগের সুখী ।
ক্ষণিকের জন্য দেহের অতৃপ্ত খুদা মেটাতে ই
তো এ অশুভ প্রেমের জন্ম !
এ প্রেম কি  পরকীয়া নয় ?
মিথ্যে আলো র পথ দেখিয়ে ,
সূর্যের রং এ রাঙ্গাবে এই বলে
নিচ্ছ আলিঙ্গনে স্বাদ ,
এ প্রেম কি  পরকীয়া নয় ?