পরকীয়া ২
অদৃশ্য আমি
======

দিনের ভেলায় হাসো তুমি মিথ্যে অভিনয়ে !
এখন দেখি পরকীয়ায় উরো তুমি অন্ধকার নেমে এলে ।
কার প্রেমে পাগল তুমি , ঘুরছো কার পিছু ?
যখন বুঝি নারীর আকাশ বড্ড বেশি নীচু ,
অন্য পুরুষ, অন্য পুরুষ, কোথায় রে ঠিকানা তোর ।
আপন গৃহ চূর্ণ করে তুমি অন্যথায় বাদো ঘর !
নষ্ট প্রেমের নিষিদ্ধ যুগল তোমরা ,
অশুদ্ধ তোমাদের মন ।
পরকীয়ায় পড়ে আজ ঘরে থাকেনা মন !
কি পেলি তুই , কোন লাভে জাপ দিলি পর পুরুষের সনে !
তর ভুলের তরে ভ্রূণের কুঁড়ি ডাস্টবিনের
নোংরা - আবর্জনার মাঝে ,
যুক্তিহীন অহেতুক প্রাণ হারায় ,
প্রশ্ন আমার তোমার তরে বলো দেখি ,
এ পরকীয়া প্রেমের যৌক্তিকতা কোথায় যায় ?
জেনে নিও এ পরকীয়ায় নিশ্চিত হবে ধ্বংস ।