জীবন
অদৃশ্য আমি
======
জীবন টা কি ?
মনে মাঝে মাঝে এমন একটা ধারণা হয় যে ,
জীবন হলো -
এক ভয়ানক ও অস্থিরতা ।
কেউ এ ভয় কে জয় করতে গিয়ে নিজেই ক্ষয় হয়ে যায় ,
তথা কেউ আছে ,
যারা সাত সমুদ্র তেরো নদী -
পাড়ি দিয়ে জীবনের লক্ষে পৌঁছে ।
পরন্তু অনেকেই আছে ,
যারা সমুদ্র পাড়ি দিয়ে গিয়ে সমুদ্রেই ডুবে মরে ।
আমি এখন কোথায় ?
কেনো এমন হচ্ছে মম এই জীবনে ?
আমি কি মম জীবন নদীর কূল খুঁজে পাবো না ?
আমি কি পারবো না জীবন নদীর তীরে ভিড়তে ?