অপরূপ সুন্দর হয়ে উঠেছ তুমি
অদৃশ্য আমি
======


ক্ষণে ক্ষণে মম এই মন করে ধ্যান ,
ধ্যানরত মন বারং বার সংহত করে আমায় !
প্রাচীন স্থাপত্যের মতোই অপরূপ সুন্দর হয়ে উঠেছ তুমি ।
আমি দেখেছি তোমাকে ,
আমি পড়েছি তোমাকে ,
আমি মুখস্থ করছি তোমার চুল ও ললাটের শৈল্পিক গড়-ন ।
আহ তোমার
নাকের ডগায় ঘাম জমলে ই ওরা ক্লান্তি বলে ।