আবার এক হও মানব সমাজ,
হাতে হাত বেধে চলো।
মিথ্যাকে আর কুর্নিশ নয়,
সত্যের কথা বলো।
এক হবার হয়েছে সময়
আর কত দেখবে?
আমার অসহায় বোনের নিরুপায়  চিৎকার আর কত শুনবে।
আমার অসুস্থ বাবা এপার ঘুরে  ওপার ঘুরে পাই না খুঁজে ডাক্তার,
আমার অসহায় ভাইয়ের বাবাহারা শোক শুনতে চাইনা আমরা আর।
মিথ্যাকে আজ পুজিঁ করে
দুর্নীতির উপর  ভর করে
ক্ষমতার নাম ভাঙ্গিয়ে
হয়েছে ওরা সমাজপতি।
আবার তোমার এক হও
মাথায় চলুক সত্যের ঘোড়া।
মিথ্যাকে আর ভয় নয়।
দুর্নীতিবাজদের ভেঙ্গে  দেও দাতের গোড়া