সহযোগিতা নয়, সাহায্য নয়।
আমি আমার অধিকার চাই।
আমি খেতে চাই,এক বুক শান্তিতে ঘুমাতে চাই।
হ্যা তোমার ঠিকই শুনেছো
আমি আমার মৌলিক অধিকারের কথা বলছি।অন্যায় করে দুর্নীতি করে রাঘব বোয়ালেরা আজ আকাশ সমান অট্টালিকায় ঘুমায়
আমি আমার অধিকার চাই।
লক্ষ ত্রিশেক শহিদের রক্তে আমি এ অধিকার পেয়েছে।
আমার মা বোনের আর্তনাদ দিয়েছে এ অধিকার।
তোমরা কি ভুলে গেছ এক তর্জুনীর ইশারায়  বেধে গিয়েছিল আমাদের সেই যুদ্ধ  
আবারো যুদ্ধ  হবে।
এবার আর কামান চলবে না,বারুদ ফুটবে না।
কবিতায় কবিতায় হবে স্লোগান।
গদ্যের হাতুড়ি দিয়ে ভেঙ্গে দেব তোমাদের মাথার খুলি।
হ্যা আমি আমার অধিকারে কথা বলি।
আমাদের অধিকারের  কথা বলি