ইটের পরে ইট সাজিয়ে অট্টালিকা গড়ো
চা খেতে যেতেও তুমি দামি গাড়ি চড়ো।
ঘরের খাবার রোচেনা মুখে
'কে এফ সি' তে যাও
চিকেন-মাটন-মোরগ পোলাও কত্তো কিছু খাও।


নতুন নতুন জুতা-জামা, হাতঘড়ি আর আসবাব
দিচ্ছো ফেলে আনছো নতুন
এটা কেমন স্বভাব?
'অভাব' বলেও শব্দ আছে, আছে কি তোমার জানা?
খিদের জ্বালা বোঝ তুমি? বোঝনা!
কারণ, খিদের আগেই গিলতে বসো
জন চারেকের খানা।


সংসার বানিয়েছো গোলাপের বিছানা, পৃথিবী রঙ্গশালা,
এইবার তোমার মানুষ হবার পালা।
তুমি কি কভু দিয়েছো অন্ন অনাহারীর মুখে?
যারা প্রতি বেলায় ক্ষুধার জ্বালায় মরছে ধুঁকে ধুঁকে।
যারা এক কাপড়ে রাস্তার ধারে কাঁপছে তীব্র শীতে
কখনো কি নিয়েছো খোজ অফিস ফিরতি রাতে?


কীসের তুমি মানুষ ওহে
যদি দুঃখীর দুঃখে না কাঁদে তোমার প্রাণ,
মানুষ নামের অমানুষ তুমি
মানুষেরি অপমান।