ইহকাল-পরকাল দুকালেই জাহান্নমের বন্দোবস্ত হয়েছে;
আর, আমি ঝুলছি দুকালের সীমারেখায়।
সহস্রাব্দব্যাপী ঝুলছি ফাঁসির দড়িতে
মৃত্যুযন্ত্রণায় ছটফট করছি অবিরাম।
জল্লাদের ঘাম ছুটে গেছে
যমদূত আমার থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে।
তবে কি আমি দুকূলই হারালাম?
নিজের প্রতি নিজেরই বড্ড করুণা হয়!
প্রিয়জন যাকে উষ্ণ ভালোবাসায় ছোঁয়নি
যমদূত কি আর তাকে ছোঁয়!
যাদের জন্য দুনিয়াকে বরবাদ করেছি
আখিরাতকে পায়ে ঠেলেছি
তারা-ই যখন আমাকে ছোঁয়নি
মৃত্যু কি আর আমাকে ছোঁয়!


হে অন্তর্যামী, তুমিই তবে বলো,
আর কতকাল শরণার্থীর মতো কাঁটাতারের সীমানায়
পড়ে রইব দুচোখে সীমাহীন প্রতীক্ষা নিয়ে?
অবিশ্বাস ছুঁয়েছে, ঘৃণা ছুঁয়েছে, অবহেলা যখন ছুঁয়েছে;
বলি হে অন্তর্যামী, একবার তুমিও ছোঁও,
আমি আর সইতে পারছি না।


২৪.১২.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।