চলো, বিবেকের লাঙলফলায় কর্ষণ করি জীবনের পতিত ভূঁই।
ফলায় চলো লকলকে পুঁই।
এসো ধ্রুপদী আকাশে মুঠোমুঠো তারা বুনা যাক,
খুলি চলো জীবনের হালখাতা
জীবনের খেরো খাতা বন্ধই থাক।


হিংসা-বিদ্বেষের দাবানলে পুড়িয়ে করো না উজাড়
হৃদয়ের চিরহরিৎ বন,
কে পথিককে ছায়া দেবে?
জুড়িয়ে নিতে শ্রান্ত দেহ-মন।


হিংসার কালো মেঘে যদি ঢেকে যায় মন-আকাশের ঈশানকোণ,
তবে কীভাবে উঠবে সোনালি সূর্য?
দূর করে দিতে জীবনের কালো দিন।
অন্ধকার গিলে খাবে জীবনের সাতরং।


চলো, বিবেকের লাঙলফলায় কর্ষণ করি জীবনের পতিত ভূই,
নির্মূল করে শত আগাছার বীজ
ফলায় চলো লকলকে পুঁই।
চলো করি বাহারি ফুলের চাষ
চারিদিকে মৌমাছিরা থাক ঘিরে থাক।
ধ্রুপদী আকাশে উড়িয়ে শত রঙিন ফানুস
চলো, প্রেম-প্রীতি ও মানবতার এক অনন্য সুন্দর পৃথিবী গড়ি।