অনেক দিন পর ফেলে আসা দিনগুলোর কথা খুব মনে পড়ে গেল। সেই বিশ্ববিদ্যালয় জীবনের কথা। যখন আমি ৩য় বর্ষে পড়ি, তখন বন্ধুবান্ধব এবং শিক্ষকদের সাথে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে গেছিলাম। ইন্ডাস্ট্রিয়াল ট্যুর থেকে ফিরে লিখেছিলাম "বান্ধবী সমাচার" কবিতা। যেটা বাৎসরিক বনভোজনে আবৃত্তি করা হয়েছিল।


কবিতা: বান্ধবী সমাচার
কবি: শফিকুল ইসলাম


পশ্চিম পাঁড়ায় মেয়েদের হল, মফিজ লেকের পাড়ে
চার বছরেও যায়নি কোনোদিন, ওই হলের ধারে।
বান্ধবীরা আস্ত চামার, বড়ো স্বার্থপর,
আমাদের ডাকে তখন, যখন হয় নোটের দরকার।
চিনতে পারে না, যদি না থাকে স্বার্থ,
তাহলে ওই রকম বান্ধবী থাকার কী অর্থ?


আমার এক ঘনিষ্ঠ বন্ধু ভিসি তার ছদ্মনাম
সে কি আজ পেয়েছে হলে তার নোট টানার দাম?
ক্যাম্পাস গাড়ি বন্ধ থাকে ভর্তি পরীক্ষার কালে,
সে সময় এক বান্ধবী তাকে ফোন দিয়ে বলে-
"হ্যালো, ভিসি, কোথায় তুমি? কেনো ক্যাম্পাসে আসো না আর?
আমার যে ৩০৪ নং কোর্সের নোট বড়ই দরকার।"
বন্ধু আমার ঝুলতে ঝুলতে লাইন বাসে এসে
ফজিলাতুন্নেছা হলে নোট দিয়ে যায় শেষে।
সেই নোট পড়ে বান্ধবীর হলো দুর্ধর্ষ ফল
কিন্তু, সে এখন ভিসিকে দেয় না ভুলেও একটা কল।
এভাবে অবুঝ ভিসি খেলো বান্ধবীর দেওয়া ছ্যাঁক
দেখ্, বলি বন্ধু, তোদের বান্ধবীদের কর্ম দেখ্।
এটাই ছিল বান্ধবীদের প্রকৃত আচার,
তাই, আমি লিখছি কবিতায় বান্ধবী সমাচার।


আরেক বন্ধু Jaundicia Hafsa তার বৈজ্ঞানিক নাম
সেও কি পেয়েছে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে লাগেজ টানার দাম?
ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে বান্ধবীরা নিয়েছিল লাগেজ ভারী ভারী
ভেবেছিলাম অবলা নারীদের একটু হেল্প করি।
দেখে বান্দবীদের আনরিফাইন্ড আচার-ব্যবহার
তাই আগ বাড়িয়ে তাদের করলাম না হেল্প আর।
দেখি, লাগেজ নিয়ে বান্ধবীদের নেই কষ্টের সীমা
তাই দেখে Jaundicia Hafsa করল তাদের ক্ষমা।
টানল লাগেজ বড়সড় খাটিয়ে গায়ের বল,
অথচ সে তৃষ্ণার সময় পায়নি চেয়ে এক ফোঁটা জল।
লাগেজ টেনে বন্ধু যখন পড়ল অসুস্থ হয়ে
বান্ধবীরা একটি বারও খোঁজ নেয়নি গিয়ে।
বান্ধবীদের দেখে এরকম হাবভাব
ট্যুর বাসে করেছিলাম এক শপথ বাক্য পাঠ--


"আমি ওয়াদা করিতেছি যে, বান্ধবীদের সেবায়
কখনো নিজেকে নিয়োজিত রাখিব না।
লাইন বাসে ঝুলতে ঝুলতে এসে
বান্ধবীদের জন্য নোট আনিব না।
বান্ধবীদের ভারী-পাতলা যে রকম-ই হোক
লাগেজ টানিব না।
তৃষ্ণায় মারা গেলেও
তাদের কাছে জল ভিক্ষা চাইব না।
আরও ওয়াদা করিতেছি যে, বন্ধুদের ভিতর
একতা-শৃঙখলা বজায় রাখিবার জন্য সদা সচেষ্ট থাকিব।
বন্ধুত্বের সকল বিধি-বিধান মানিয়া চলিব।


হে প্রভু, আমাকে শক্তি দিন। আমি যেনো স্বার্থপর বান্ধবীদের সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে পারি।আমিন।"


ভালো ফলতো করতে পারি নাই ক্লাস পরীক্ষায়,
যেনো বান্ধবীদের এড়িয়ে চলার পরীক্ষায় "এ প্লাস" পাই।


প্রকাশকাল: ২০১০ খ্রিষ্টাব্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়,  কুষ্টিয়া।