আমি কি তবে ব্যর্থ সৈনিক
না কি ব্যর্থ কবি?
না কি আমি মাঝদুপুরে
গ্রহণ লাগা রবি?
উত্তর জানা নেই
আজ হারিয়েছি খেই!


পিপাসা পেলে সাগর শুকায়
আকাশ ভাঙে মাথায়,
মাথা গোঁজার ঠাঁই মেলে না
যাব বলো কোথায়?
উত্তর দিতে হবে
আমি শান্ত হব তবে।


চারিদিকে সব দুঃখী মানুষ
সুখে থাকার ভান,
কে রাখে কার মনের খবর
হৃদয় ভেঙে খান।
আজব আয়নাবাজি
আমি মিছে জোকার সাজি।


পেরোতে হবে অনেক বসন্ত
আরও বহু শীত বাকি,
মায়াজালে আটকে রইলাম
সাধের জীবন ফাঁকি।
বুঝলাম অবশেষে
আজ হারিয়েছি দিশে।


১০.০১.২০২২ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।