আসবে বলে তুমি আর এলে কই
জীবনের স্টেশনে একাই দাঁড়িয়ে রই।
কত ট্রেন আসে যায় শিডিউল মেনে
দাঁড়িয়ে আছি তবুও, আসবে না জেনে।
হাসির আড়ালে লুকানো আঁখির জলে
একেই কি শত প্রতীক্ষার প্রেম বলে?


প্রেমে পোড়ামন নিয়ে প্লাটফর্মে দাঁড়িয়ে
রয়েছি তোমার প্রতীক্ষায় দুহাত বাড়িয়ে।
কত যাত্রীর আসা-যাওয়ার দীর্ঘ মিছিলে
প্রশ্ন জাগে মনে- প্রিয়া তুমিও কি ছিলে?


হাজারো লোকের ভীড়ে বড়ো একা আমি
জানো না তুমি, জানে আমার অন্তর্যামী।
নেই জেনেও ভীড়ের মাঝে তোমায় খুঁজি
বুঝি না কোনো কিছু, শুধু তোমায় বুঝি।
নাইবা পেলাম এ জীবনে তোমার খোঁজ
জীবনের স্টেশনে তোমায় খুঁজব রোজ।


প্রেমকাননে প্রেমের ফুল ফোটালাম শুধু
অচেনা অলি খেয়ে গেল সে ফুলের মধু।
মনে হলো যেন এতেই ফুল ধন্য হলো
আমার ভালোবাসায় এমন কী দোষ ছিল?