বিষে বিষে বিষক্ষয়,
এটাও নাকি বাঁচার উপায়?


বিষ নিয়েই বাচঁতে হবে
বিষকে ভালোবেসে,
বিষের শিসেই জীবন যাবে
হয়ত অবশেষে।


খাদ্যে বিষ, পদ্যে বিষ
বিষ প্রিয়ার ঠোঁটে,
বিষের মাঝেই ডুবে আছি
পাচ্ছি না ভয় মোটে!


বন্ধুর অন্তর বিষে ভরপুর
মুখেতে সুন্দরবনের মধু,
বিষ নিয়েই সংসারে ঢোকে
সাত পাঁকে ঘোরা বধূ।


বিশ সাল বিষে ঠাসা
অতিষ্ঠ বিশ্ববাসীর প্রাণ,
দেখি, খোদা বিষের পরে
মোদের কী দেন প্রতিদান!


আমরা সবাই ফরিয়াদ করি
প্রতিপালকের দরবার,
হাসিমুখে যেনো পাড়ি দিতে পারি
বিষের বিশাল সাগর।