যক্ষের ধন রাখিস আগলে
লাভ কী তোর তাতে!
মরার পরে তিনটে টুকরো
কাপড় যাবে সাথে।


পকেটবিহীন সেলাইবিহীন
সফেদ রঙের কাফন,
রইবি পড়ে কবর মাঝে
হয়ে গেলে দাফন।


এ দুনিয়ায় ব্যস্ত ছিলি
কাজের পরে কাজ,
মরণ তোকে ছুটি দিল
ছুটি কাটা আজ।


গরিব মেরে ধনী হলি
গড়লি সুখের ঘর,
মরার পরে সবাই সমান
কে আপন, কে পর।


ব্যাংকে রাখা কোটি টাকা
মরলে লাগে কাজে?
বেঁচে থাকতে টাকার পাহাড়
গড়া কি তোর সাজে?


সময় থাকতে হও হুঁশিয়ার
কর্ম করো যথা,
সময় গেলে হয় না সাধন
জ্ঞানী-গুণীর কথা।


৩১.০৩.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।