বন্দি শৈশব, জানলার ফ্রেমে—
ইট-পাথরের দালানে,
নিত্য শৈশব হচ্ছে বিক্রি
নাম-বেনামের চালানে।
বিকিয়েছ সোনার শৈশব
বড়ো সস্তা দরে,
বার্ধক্যে আজ স্মৃতি হাতড়াও
‘শৈশব শৈশব’ করে!


মঞ্চ কাঁপাও, বুলি আওড়াও—
নিরাপদ হোক শৈশব,
তোমার বাড়ির অন্দরেতে
চলছে কী ওই সব!
সস্তায় কিনছ শিশুশ্রম
গড়ছ দালান কোটা,
শিশুর পেটে লাথি মেরে
করছ ভূড়ি মোটা!
মুখের কথায়, কাজের বেলায়
মিল নেই তোমার মোটে,
তুমি কেন চাইবে সূর্য
যেন আলো ফোটে!


এসো—আজি শপথ করি
হাতের পরে রেখে হাত,
শৈশব যারা করছে চুরি
ভাঙব তাদের বিষদাঁত।


০৭.০৯.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।