একসঙ্গে থাকলে কি আর সঙ্গী সবাই হয়?
বুকের ওপর থাকলেই কি বুকের মাঝে রয়?
চোখ বুজে শোয়াকে কি ঘুম বলা চলে?
একতারা থাকলেই কি বাউল তাকে বলে?
বেশভূষা বাইরের বিষয়, ভেতরটাই আসল
ভেতরে কেউ পুড়ে মরলে যায় কি বুঝা কুশল?
চোখের দেখা— সে তো আসল দেখা নয়
বাইরে ফিটফাট তবুও ভেতরে ক্ষয় হয়!
অনেকেই বুকেতে চেপে পাহাড়সম ব্যথা
বড্ড হাসিখুশি থেকে কয় মিষ্টিমধুর কথা;
সবুজ অরণ্যে অনেকে লুকায় হৃদয়ের ক্ষত
চলছে মানুষ ছদ্মবেশে যে যার মতো।
ডালিম যেমন আড়াল করে টকটকে লাল
মেহেদিপাতা ক্ষত লুকায় সবুজে চিরকাল;
এভাবে স্বভাবে বলো— আর কতকাল ধরে
ছদ্মবেশে রবে জীবিত ভেতর ভেতর মরে?
নিজেকে আজ প্রকাশ করো নিজ মর্জি মতো
বলো— এভাবে ধুঁকে ধুঁকে মরবে আর কত?
কোনটা মুখ, কোনটা মুখোশ চেনা বড়ো দায়
মুখোশের আড়ালে মুখ যে ঢাকা পড়ে যায়!
ছদ্মবেশ ছেড়ে আজ জীবনের বেশ ধরো
নয়তো মুখোশের অন্তরালে জিয়ন্তে মরো!


০৩.১১.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।