দজ্জাল বউ তুমি- মূর্খ অতি
বে-আদবের লাঠি,
সংসারে নাড়াও তুমি
যত্তসব অশান্তির কলকাঠি।
শুনতে শুনতে রাতদিন
তোমার ভাঙ্গা রেডিওর গান,
সংসারে থাকে না মন-
দেহে থাকে না প্রাণ।
পৃথিবীর যত অকল্যাণ ধ্বংশ-যজ্ঞ
আছে আরও যতকিছু
এরকম দজ্জাল মহিলার অবদান
আছে সবকিছুর পিছু।
তোমার জন্য ভাইয়ে ভাইয়ে বিরোধ
সুখের সংসার চুরমার,
তোমার জন্য সুবোধ ছেলেটিও
আজ চোখের বালি বাবা-মার।
তুমি কেনো ভাঙো সাজানো সংসার
বৈশাখী ঝড়ের বেগে-
তোমার কি হয় না কোনো অনুশোচনা
ওঠে না বিবেক জেগে?


নারীকে বলা হয় মায়ের জাত
মায়ার বহতা নদী,
তবে কি তোমার থাকে সেই মান-
পুরুষের মনে আঘাত দাও যদি?
চাই- সংসারে যাক বয়ে যাক,
মিষ্টি সুখের ঢেউ,
এ তুমি কেমন তুমি
ওরে দজ্জাল বউ।