একটু আদর মাখব বলে লাফিয়েছি কোলে,
একটু আধটু আদর দাও না আধো আধো বোলে।
আদর প্রিয় সাদা রঙের মাংসল বিড়াল আমি,
আমার কাছে তোমার আদর হীরের চেয়ে দামি।


জ্বালা ভেবে নিষ্ঠুরভাবে ফেললে দূরে ছুড়ে,
পরানপাখি অভিমানে উড়াল দেবে দূরে।
কাটার আঘাত সইতে পারি দিলে অন্য জনে,
তোমার দেওয়া ফুলের আঘাত সহে নাকো মনে।


আমিই কি রোজ ভেসে যাব অবহেলার বানে?
তুমি কি গো চিরকাল ভাসবে উজান পানে!
প্রেমহীন আমি, একলা একা আমারি কি দোষে?
তুমি কি আজ ধোয়া তুলসি হলে অবশেষে!


১৭.০৯.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।