বাবার শাসন, মায়ের আদর, বোনের মিষ্টি হাসি
অশ্রুসজল গ্রাম মায়ের কোল ছেড়ে চলে আসি
ইট-পাথরের নিষ্প্রাণ শহরের যান্ত্রিকতায়।
কেনো আসি সবাই জানি। কার জানা নাই?


সভ্যতার এই নিঠুর খেলায় পায়ের তলায়
শক্ত মাটি গড়তে সবাই পাড়ি জমায়
গ্রাম মায়ের ওই আঁচলখানি সরিয়ে দুহাতে
নিজেকে টিকিয়ে রাখতে নিষ্ঠুর সভ্যতার সাথে।


যুগের সাথে পাল্লা দিয়ে চলছি ছুটে
এরই মাঝে অনেকেরই জীবনবায়ু যাচ্ছে টুটে।
তবুও মানুষ হয়ে বেহুশ ছুটেই চলি
এমনি ভাবে নব্য সভ্যতার হচ্ছি বলি।


মানবের মাঝে করুণার কোনো আলোড়ন নেই
প্রেম নেই, প্রীতি নেই, নেই কিচ্ছু নেই।
কঠিন হাতে গড়ছি সভ্যতা ইটের পরে ইট সাজিয়ে
মহাকাল নিচ্ছে মজা, বেকুব মানবঢাক বাজিয়ে।