গ্রামীণ জনপদে শীত কি শুধু কষ্টই আনে?
মানুষের জীবন ভাসায় শীত আনন্দের বানে।


অল্প শ্রমে কৃষক মাঠে করে সবজির চাষ
টাটকা শাক-সবজি খায় তারা সারা মাস।
নিজে খায়, করে বিক্রি, শহরের বাজারে
রয়েছে প্রচুর পুষ্টিগুণ, খেতে ভারি মজা রে।
শুকিয়ে যায় পুকুর-ডোবা নদী ও বিলের পানি
ছোটো-বড়ো মাছ শিকারের ধুম লাগে জানি।
হাওড়-বাঁওড়ে ভীড় করে অতিথি পাখির দল
খাল-বিলের জলে ফোটে হাজারো শতদল।


কৃষকের ঘরে উঠতে থাকে পাকা পাকা ধান
খেজুর রসের বাহারি পিঠাই ভরে মন-প্রাণ।
ভাপা, পুলি ও রসের পিঠার নাই কোনো জুড়ি
নিজেরা তো খায়-ই, পাঠায় আত্মীয়-বন্ধুর বাড়ি।


বাড়ির উঠোন, পুকুর ঘাট, বাজারে, রাস্তার পাশে
খড়কুটো জ্বালিয়ে মানুষ গোল হয়ে যায় বসে।
ঘন কুয়াশার চাদর ভেদ করে সূর্য যখন ওঠে
শিশু থেকে বৃদ্ধ- সবাই রোদ পোহাতে ছোটে।
মাঠে চলে হাডুডু, ব্যাডমিন্টন, ফুটবল কত খেলা
বসে জারি-পালাগানের আসর ঘনালে সন্ধ্যাবেলা।
কোথাও কোথাও বসে মেলা, হয় যাত্রাপালা-গান
ধর্মপ্রাণ মুসল্লিরা করে ওয়াজ-মাহফিল ইন্তেজাম।


শীতকালের প্রকৃতিতে থাকুক যতই জীর্ণভাব,
গ্রামীণ জনপদে পালিত হয় জীবনের উৎসব।