গরিব হলে আপন শালায়
ডাকে না জামাইবাবু,
ধন থাকলেই হয় মহাশয়
গাঁও-গেরামের হাবু।


জ্ঞানীর আর নাইরে কদর
টাকায় কথা বলে,
টাকার কাছে সত্যের বাণী
মাথা নুয়ে চলে।


ক্ষমতার মসনদ কাঁপায় রাস্তা
কাঁপায় ভীরুর দিল্,
হাঁসের বাচ্চা কাঁপে যেমন
দেখে ছোঁ-মারা চিল।


মিথ্যেরা আজ দ্যুতি ছড়ায়
পালিশ করা মিনিকেট,
সত্যের ঘি পেটে সয় না
যেমন— কুকুরের পেট।


কলিযুগের অলি-কলিরা
প্রেম সাগরে ভাসে,
নিষিদ্ধ বীজে জন্মায় চারা
ভরা ভাদ্দর মাসে।


ধরেছে ঘিরে ঘোর কলিকাল
বাঁচার রাস্তা নাই,
চুনোপুঁটিরা ডাঙায় ছিপ ফেলে
রাঘববোয়াল ধরে খায়।


১১.১২.২০২০ ইং
কুষ্টিয়া, বাংলাদেশ।