কী আর হবে খেরো খাতা খুলে?
সুদিন গেছে জীবন থেকে চলে।
ছিলো ঘিয়ে-ভাতের দিনগুলি ওই,
চেয়ে আছি ফিরে আসে আর কই!
ছেলে বেলার মিষ্টি-মধুর স্মৃতি
গুরুর প্রতি সশ্রদ্ধ সে-ভীতি;
উড়ে গেছে কালের ধূলিঝড়ে,
ফেলে আসা দিন খুব মনে পড়ে।
জীবনের হালখাতার কভারটাই লাল,
হররোজ লিখে চলি হিসেব গোলমাল।
বছর শেষে হিসেব কষে দেখি,
জীবনের রং খেলা বড্ড মেকি!


১৬.০৪.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।