জীবনটা দমের ঘড়ি
চলছে হরদম,
হঠাৎ জীবন গাড়ি থেমে যাবে
ফুরিয়ে গেলে দম।


জীবন-যৌবন কচু পাতার পানি
তবু অহমিকার নেই শেষ,
রঙিন পৃথিবীর নেশায় জীবন গেলো
কভু কাটলো না নেশার রেশ।


দম ফুরাবে হঠাৎ কখন
নেই তো কারো জানা,
তাই সময়ের কাজ সময়ে করো
কোরো না বাহানা।


সময় থাকতে গুছিয়ে রাখো
পারাপারের কড়ি,
নইলে মাঝি ছাড়বে নৌকা
একা থাকবে কূলে পড়ি।


কূলে একা বসে থেকে
করবে হায় হায়,
না পারবে গন্তব্যে পৌঁছাতে
না পারবে ফিরতে বাসায়।


পরপারে খোদার দরবারে
দাঁড়াতে হবে জেনো,
সেই দিনের জন্য যোগাড়যন্ত্র
করেছো কি তুমি কোনো?


শেষ বিচারে খোদার আদালতে
সাব্যস্ত হইলে দোষী,
ইহকালের দমের ছোট্ট জীবন
শুধু টানাই মিছামিছি।