কে তুমি?
ড্রেসিং টেবিলের আয়নার সমুখে বসে সারাক্ষণ
দামি মেকাপের আড়ালে ঢাকো কুৎসিত মন।
দেহের সৌন্দর্যের লাগি ঢালো কাড়িকাড়ি টাকা
মনের বাগান বিরানভূমি মরুভূমির মতো ফাঁকা!


কে তুমি?
অর্থ সম্পদের পাহাড় গড়ে হতে চেয়েছ প্রভু
“অর্থই যে অনর্থের মূল” — বোঝনি তুমি কভু!
অর্থের দামে সওদা করেছ প্রেম-প্রীতি রোজ
অশ্বের মতো ছুটেই চলেছ করোনি সত্যের খোঁজ।


কে তুমি?
সত্য ও সুন্দরের দ্বারে ঝুলিয়ে মস্ত বড়ো তালা
খেলেছ তুমি নিজের সাথে কানামাছি খেলা।
বিবেকের দ্বার রুদ্ধ করে কানার মতো চলো
সত্যের কণ্ঠ স্তব্ধ করে মিথ্যের “জয়” বলো।


কে তুমি?
ঘুমিয়ে আছো মোহ-ঘুমে মহাকালের ক্রোড়ে
শোননি কি?— “ধর্মের কল বাতাসেতে নড়ে”।
ঘুম একদিন ভাঙবে ঠিকই আজ না-হয় কাল
ক্ষমা তোমায় করবে নাকো নিষ্ঠুর মহাকাল।


০৮.১২.২০২০ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।