কবিতার ছন্দ মিল করতে গিয়ে
যদি সংসার জীবনের হয় ছন্দপতন,
সংসারে হয়ে যাবে বড়ো অনাচার
ঘটে যাবে কতশত অঘটন।


কবিতার অন্ত্যমিল খুঁজতে গিয়ে
যদি ভুলে যায় দিতে প্রিয়ার চুমুর জবাব,
জীবন সংসার হয়ে যাবে পানসে ভীষণ
রয়ে যাবে ভালোবাসার বড্ড অভাব।


সার্থক কবিতা লেখার নেশায়
যদি না- রাখি ছোট্ট সোনার টুকরো আবদার,
কীভাবে সমুখে দাঁড়াব বাবার পরিচয়ে
হিসেব কষি বসে বারে বার।


সংসারের জলসাঘরে পুতুল হয়ে
নাচি দিবা-নিশি তালে মিলিয়ে তাল,
কবিতার প্রেমে যদি রই অন্ধ হয়ে
কবিতা ও সংসার দুই-ই হবে বেসামাল।


এক হাতে প্রিয়ার চুল আর হাতে মসি
এভাবেই নিত্যদিন কবিতা লিখতে বসি,
দুটোই যে আমার ভীষণ প্রিয়,
দুজনকেই যে আমি বড্ড ভালোবাসি।


কবিতা ও সংসার দুয়ে মিলেমিশে
একসাথে হাঁটে ওরা একসাথেই বসে,
আমিও সঙ্গ দিয়ে তাদের সমানে সমান
এভাবেই জগত সংসার বেড়াচ্ছি চষে।