ভালোবাসা যদি তোমায়
ভালো বাসায় তোলে,
প্রেমিক-পুরুষ যদি তোমার
উষ্ণ-ছোঁয়ায় ভোলে!


বুঝবে তুমি একে কভু
ভালোবাসা কয় না,
দেহ-প্রধান সম্পর্ক হায়
খুব বেশি দিন রয় না!


কলির প্রেমে উত্তাপ বেশি
ঘষায় ঘষায় আগুন,
অধিক তাপে পুড়বে তুমি
যেমন পোড়ে বাগুন।


কামাগুনে পুড়বে তুমি
পুড়বে তোমার বাপে,
বংশের মুখে মাখবে কালি
অভিসারের পাপে।


পাপের ফলে জন্ম নেবে
আরেক পাপের চারা,
সাধের ধরায় ধুলোয় গড়ায়
নাম-পরিচয় হারা।


সময় থাকতে হও রে সাবধান
কলিকালের জুটি,
নইলে প্রেমটা কুঁড়িই রবে
উঠবে না আর ফুটি।


১০.০২.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।