লকডাউন করো হিংসা-বিদ্বেষ
লকডাউন কোরো না মানবতা,
লকডাউন করো চাউল চোরদের,
লকডাউন কোরো না শুভচিন্তা।


লকডাউন করো আত্মপ্রচার,
লকডাউন করো সাহায্য দিয়ে ফটো তোলা,
লকডাউন করো ধোঁকাবাজি, আর-
লকডাউন করো সরকারি ত্রাণ নিজের বলা।


লকডাউন করো ঘরের দরজা,
লকডাউন কোরো না তাদের নিতে খোঁজ,
যারা রাস্তার ধারে অর্ধাহারে-অনাহারে,
মৃত্যুর সাথে লড়ছে রোজ।


গ্রামের প্রবেশমুখে দিও না বাঁশ-কাঠের বেড়া,
লকডাউন করতে দাও মানব দেয়াল,
বাঁশ-কাঠের নেই মানবিক বোধ,
রাখতে পারবে না সুষ্ঠু খেয়াল।


লকডাউন করো লোভ-লালসা
লকডাউন কোরো না ভালোবাসা,
লকডাউন করো রাজকীয় জীবন যাপন,
লকডাউন কোরো না সহযোগিতার মন।
লকডাউন করো অতি মুনাফার লোভ,
লকডাউন কোরো না বিবেকবোধ।
লকডাউন থাকো গৃহে সারাদিন ও রাত
লকডাউন কোরো না সাহায্যের হাত।


যদি করোনার ছোবল থেকে বাঁচতে চাও
লকডাউনের প্রকৃত অর্থ কী তা বুঝে নাও।