মায়ার ছায়া পিছন ছাড়ে কই,
নিত্য আমি বন্দি হয়ে রই।
ফুরায় প্রেম ফুরায় অধিকার,
তবু মায়া ছাড়ে না পিছু আর।


মায়ার শিকল আষ্টেপৃষ্ঠে বাঁধা,
দুচোখ জুড়ে শুধু গোলক ধাঁধা।
শত কষ্টে যায় না শিকল কাটা,
বাধ্য হয়ে মায়ার পিছে হাটা।


এক জনমে সইব কত কষ্ট,
প্রেম-বিরহে সোনার জীবন নষ্ট।
যত চাই ভুলে থাকি তাকে,
উঁকি দেয় সে স্মৃতির ফাঁকে ফাঁকে।


অন্ধকারে ছায়া পিছু ছাড়ে,
প্রেমের মায়া রাতের কালোয় বাড়ে।
কী যে ভীষণ কষ্ট বেঁচে থাকা,
মনের গহীন মরূর মতো ফাঁকা।


পৃথিবীটা মায়ার এক জেলখানা,
মায়াজালে বন্দি যে সব জনা।
মায়াজালে ধরা বাঁধা রবে,
ছিন্ন করে চলে যেতে হবে।


২১.০৩.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।