শ্রমে-ঘামে গড়ে যারা
আজ-আগামীর বিশ্ব,
আজও তারা অবহেলিত
মূল্যহীন আর নিঃস্ব।


পরম মায়ায় যাদের হাতে
সভ্যতা আজ সচল,
সূর্যসন্তান শ্রমিকরা আজ
ফুটো পয়সা, অচল।


উঁচু তলার শিল্পপতি
ওহে ধনী লোক,
শ্রমজীবীর রক্তচোষ
হয়ে নিষ্ঠুর জোঁক?


আসবে সুদিন, আসবে একদিন
আজকে না হয় কাল,
অত্যাচারীর বিচার হবে
উঠবে পিঠের ছাল।


"দুনিয়ার মজদুর এক হও"
হাতে রেখে হাত,
ভাঙব ভাঙব আজকে
শোষকের বিষদাঁত।


মে দিবসে এসো তবে
আজি শপথ করি,
বৈষম্যহীন শোষণমুক্ত
উদার সমাজ গড়ি!


২৯.০৪.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।